Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৬৮৮ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ২০:২৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চলতি ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘অবকাঠামোগত উন্নয়ন- রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধূলার মানোন্নয়ন মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।’

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র বিভা হাসান, কাউন্সিলরসহ নাসিক কর্মকর্তারা।

সারাবাংলা/এমও

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাজেট ঘোষণা সেলিনা হায়াৎ আইভী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর