Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংক ও সিমকো হোল্ডিংসের মধ্যে সমঝোতা চুক্তি

সারাবাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১ ২০:১৬

ঢাকা: সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও সিমকো হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান গ্রাহকের নিকট এপার্টমেন্ট বিক্রয়ের জন্য প্রিমিয়ার হোম লোন প্রোডাক্ট বিপণন করবেন বলে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সিইও এম রিয়াজুল করিম এবং সিমকো হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মোজাফফর উদ্দীন সিদ্দিকের উপস্থিতিতে ব্যাংকের হেড অফ রিটেইল (ব্যাংকিং বিভাগ) মোহাম্মদ শামীম মোরশেদ এবং ব্যবস্থাপনা পরিচালক খুররম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও জনাব সৈয়দ আবুল হাশেম, হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মো. তারেক উদ্দিন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ রুবেল মিয়া এবং সিমকো হোল্ডিংস লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

প্রিমিয়ার ব্যাংক সমঝোতা চুক্তি সিমকো হোল্ডিংস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর