Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ থেকে আপত্তিকর রিপোর্ট প্রকাশ করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ২০:০০

ফাইল ছবি

ঢাকা: দেশের বাইরে থেকে আপত্তিকর কোনো প্রতিবেদন প্রকাশ করা হলে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্যারিসভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ)’ যে প্রতিবেদন প্রকাশ করেছে, সে বিষয়ে তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অন্যান্য দেশ থেকেও যারা এ ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, রিপোর্টার্স উইদাউট বর্ডার প্রধানমন্ত্রীর ব্যাপারে একটি আপত্তিকর রিপোর্টে প্রকাশ করেছে। আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটির প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা জানিয়েছিলাম, এটা সংশোধন করা না হলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তাদের অফিস ফ্রান্সে। ফরাসি আইনে ফরাসি আইনজীবীর মাধ্যমে তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ফরাসি ও ইউরোপিয়ান আইন অনুযায়ী ব্যক্তি বিশেষকে কটাক্ষ বা টার্গেট করে তারা যে রিপোর্ট প্রকাশ করেছিল, তা করতে পারে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ফরাসি আইনের সেই ধারা উল্লেখ করে, ইউরোপিয়ান আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। অন্যান্য দেশ থেকেও যারা এ ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওটিটি প্ল্যাটফর্মের বিষয়ে মন্ত্রী বলেন, এখানে কোনো কন্টেন্ট রিলিজ করতে এখন কোনো অনুমোদনের প্রয়োজন নেই। সিনেমা রিলিজ করতে কোনো অনুমোদনের প্রয়োজন নেই। নাটক প্রকাশ করতেও কোনো অনুমোদনের প্রয়োজন নেই। কিংবা ওয়েব সিরিজ আকারে প্রকাশ করার জন্য অনুমোদনের প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি সম্প্রতি ভারত সফরে এ বিষয়ে সেখানকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, তারা কিভাবে বিষয়টি দেখভাল করছে। গত ফেব্রুয়ারি মাসে এ নিয়ে একটি নীতিমালা তারা জারি করেছে। ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো দেখানো হয়, এই নীতিমালা মেনে চলতে হয়। সেই নীতিমালার ব্যত্যয় হলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

‘আমরাও ইতোমধ্যেই নীতিমালার খসড়া তৈরি করেছি। নীতিমালা সহসাই প্রজ্ঞাপন আকারে জারি করতে পারব বলে আশা করছি’- বলেন মন্ত্রী।

সারাবাংলা/জেআর/এএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর