টাইফুন চ্যানথু: সতর্ক অবস্থানে চীন
১৩ সেপ্টেম্বর ২০২১ ১২:২৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫২
শক্তিশালী টাইফুন চ্যানথু চীনের দিকে এগিয়ে যাচ্ছে। চ্যানথুর প্রভাবে সাংহাই শহরে ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই এবং সংলগ্ন এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে বিমান-পাতালরেল-ট্রেন চলাচল।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
এদিকে, রোববার সন্ধ্যায় সৃষ্টি হওয়া সুপার টাইফুনটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সময়ের সঙ্গে আরও দুর্বল হয়ে পড়বে বলে মনে করছে আবহাওয়া দফতর। একই সঙ্গে, উপকূলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জিয়াংসু, ঝেজিয়াং, সাংহাইয়ের কিছু এলাকায় ২৫০-২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট সোমবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। বেলা তিনটা থেকে শহরটির হংকিয়াও বিমানবন্দরের বিমান চলাচলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছে সাংহাই শহরের পাতালরেল সেবা।
সারাবাংলা/একেএম