Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ০০:১৮

চিত্তরঞ্জন দাস, ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছেন একজন নারী। চা দোকানির কাছ থেকে ৪০ হাজার টাকা চাঁদা দাবির পর স্বামীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে তার কার্যালয়ে গেলে কাউন্সিলর চিত্তরঞ্জন শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) শ্লীলতাহানির অভিযোগে ওই নারী সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। রোববার (১২ সেপ্টেম্বর) মামলাটির এজাহার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত এজাহারটি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সবুজবাগ থানার এসআই (নিরস্ত্র) আসলাম আলীকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

এর আগে, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে চিত্তরঞ্জনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরদিন দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, সবুজবাগ কালীবাড়ি রাস্তা সংলগ্ন ওই নারীর শ্বশুরের দোকান রয়েছে। তার পাশের দোকানদার দোকান সংস্কার করতে গেলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস চা দোকানির কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। এ বিষয়ে জানতে যোগাযোগ করলে চিত্তরঞ্জন তাকে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তার রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রাত পৌনে ১০টার দিকে ওই নারী স্বামীসহ কাউন্সিলরের কার্যালয়ে যান। চাঁদার বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস ওই নারীকে পাশের কক্ষে বসতে বলেন। পরে চিত্তরঞ্জন ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/টিআর

কউন্সিলর চিত্তরঞ্জন দাস শ্লীলতাহানি শ্লীলতাহানির অভিযোগে মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর