Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলের সামনে অভিভাবকদের জটলা সংক্রমণকে প্রভাবিত করতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ০০:১০

ঢাকা: দেশে ১২ সেপ্টেম্বর থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ হার কমে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্কুলের সামনে অভিভাবকরা জটলা করেছেন। আর এই জটলা দেশের করোনা সংক্রমণের বর্তমানের নিম্নমুখিতাকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

ডা. নাজমুল বলেন, সংক্রমনের হার কমে আসছে। এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। এমন অবস্থায় অভিভাবকদের দায়িত্বপূর্ণ আচরণ করার আহ্বান জানাই। শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে।

তিনি বলেন, আমাদের সবার একে অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে। কোনো অবস্থাতেই যেন সংক্রমণের আগের চেহারা ফিরে না আসে।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের মাঝে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এরপর একই বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে।

সারাবাংলা/এসবি

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর