Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যের ভ্যাকসিন পাসপোর্ট পরিকল্পনা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১ ০০:১১

জনসমাগম হয় এমন সব জায়গায় (যেমন: নাইটক্লাব, পাব, বার, কনসার্ট) প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্টের বাধ্যবাধকতা থাকবে এমন পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাজ্য।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজিদ জাভিদ বিবিসিকে বলেন, সরকার ভ্যাকসিন পাসপোর্ট বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সামনে না আগানোর সিদ্ধান্ত নিয়েছে।

মানুষের দৈনন্দিন কাজে যাওয়ার ক্ষেত্রে কাগজ (ভ্যাকসিন পাসপোর্ট) দেখাতে হবে, এ ধারণাকে সমর্থন করেন না জানিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিন্তু করোনা মোকাবিলার ক্ষেত্রে এ ব্যবস্থাও নিতে হতে পারে, নাগরিকদের সেইভাবে প্রস্তুত থাকতে হবে।

এর আগে, করোনা সংক্রমণ মোকাবিলায় জন্য যুক্তরাজ্য সরকার ভ্যাকসিন পাসপোর্টের পরিকল্পনার কথা জানিয়েছিল। অর্থাৎ, পূর্ণ ডোজের ভ্যাকসিন না নিলে সেই ব্যক্তি জনসমাগম হয় এমন জায়গায় যেতে পারবেন না। বিষয়টি নিয়ে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে তুমুল সমালোচনা হয়। চলতি মাসেই ভ্যাকসিন পাসপোর্ট পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা ছিল।

এ ব্যাপারে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের নাইট টাইম ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলেছে, ভ্যাকসিন পাসপোর্টের সিদ্ধান্ত নাইটক্লাব শিল্পকে বিকলাঙ্গ করে দিতে পারতো। সরকারকে ধন্যবাদ।

সারাবাংলা/একেএম

করোনা সংক্রমণ ভ্যাকসিন পাসপোর্ট যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর