Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা নিয়ন্ত্রণে সফলতা অর্জন করেছে বাংলাদেশ, অন্য দেশ পারে নি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ০০:০০

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)সংক্রমণ নিয়ন্ত্রনে সফলতা অর্জন করেছে বাংলাদেশ। এটা বিশ্বের বিভিন্ন দেশ করতে পারে নি। ভারত, আমেরিকা ও যুক্তরাজ্যেও করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি।

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নতুন নিয়োগ পাওয়া জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, দেশে অক্সিজেনের অভাবে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি যেটা ভারতের ঘটেছে। সেখানে গাড়িতে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনা নিয়ন্ত্রণে সফলতা অর্জন করেছে বাংলাদেশ, যেটা বিশ্বের বিভিন্ন দেশ করতে পারেনি। ভারত, আমেরিকা ও যুক্তরাজ্যেও করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি।

তিনি বলেন, দেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। এটা কোনো ম্যাজিকের মাধ্যমে সম্ভব হয়নি। এটা চিকিৎসক ও সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। দেশে করোনা সংক্রমণের হার ৭ দশমিক ০৩ শতাংশ। তবে এটা যেকোনো সময় বাড়তে পারে। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি আরও বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণ আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণ আছে বলেই অর্থনৈতিক অবস্থা অনেক ভালো রয়েছে।

স্বাস্থ্যবিধি না মানলে যেকোনো সময় সংক্রমণ আবার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. শারফুউদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম এ আজিজসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি

করোনাভাইরাস কোভিড-১৯ জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর