Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি

লোকাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৭

কুয়াকাটা: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ১৫ জেলেসহ নামবিহীন একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতের মীরা বাড়ি পয়েন্টের ১ কিলোমিটার গভীরে এ দুর্ঘটনা ঘটে।

পরে পাশে থাকা অন্য ট্রলার ভাসমান ১৫ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসে। এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক আব্বাছ বিশ্বাসের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঢেউয়ের ঝাপটায় ট্রলারটি উল্টে যায়। পরে সৈকতের দু’টি ওয়াটার বাইক ঘটনাস্থলে পৌঁছে ১৫ ভাসমান জেলেকে উদ্ধার করে অন্য ট্রলারে তুলে দেয়।

কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, সৈকতের কাছাকছি অবস্থায় ট্রলার ডুবে যাওয়ায় জেলেরা বেঁচে ফিরেছেন। ট্রলারটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে অন্য ট্রলার পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

ট্রলার ডুবি বঙ্গোপসাগর মাছধরা ট্রলার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর