Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইজিডব্লিউ রেভিনিউয়ের ১৩ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ বিটিসিএল’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৫

ঢাকা: রাষ্ট্রায়াত্ত্ব সরকারি সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) সেবার রেভিনিউ শেয়ারিং বাবদ উৎসে আয়কর কেটে ১৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধ করেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিটিআরসি’র চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের অফিস কক্ষে বিটিআরসি ও বিটিসিএল’র ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের অডিট অধিদফতর কর্তৃক বিটিআরসি’র ২০১৬-১৭ হতে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত সময়ের রাজস্ব আদায়ের ইস্যুভিত্তিক নিরীক্ষার সুপারিশ মোতাবেক বিটিসিএল’র কাছে ২০২০ সালের জুন পর্যন্ত সময়ের আইজিডব্লিউ অপারেটর হিসেবে রেভিনিউ শেয়ারিং বাবদ অনাদায়ী ৫২৯ কোটি ৪০ লাখ টাকা বকেয়া রয়েছে মর্মে আপত্তি জানানো হয়। বর্ণিত আপত্তির পরিপ্রেক্ষিতে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ বকেয়া আদায়ের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করা হয়েছে। এছাড়া বিটিসিএল’র আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসি ও বিটিসিএল’র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই অডিট আপত্তি দাবির চূড়ান্ত বকেয়া নির্ধারণ করবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, বিটিআরসি’র অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক মো. মেসবাহুজ্জামান, বিটিআরসি সচিব মো. জহিরুল ইসলাম, বিটিসিএল’র মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিটিআরসি বিটিসিএল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর