Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘাইছড়িতে গোলাগুলি শেষে অস্ত্র উদ্ধার, ইউপিডিএফ বলছে ‘ষড়যন্ত্র’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৮

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘সশস্ত্র সন্ত্রাসী’দের সঙ্গে গোলাগুলি হয়েছে নিরাপত্তা বাহিনীর। এসময় ওই ‘সন্ত্রাসী’দের আস্তানায় অভিযান চালিয়ে দুইটি অত্যাধুনিক একে-৪৭ রাইফেল, দুইটি ম্যাগজিন ও  ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তবে গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের ঘটনাকে ‘ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র আস্তানায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, উপজেলার পশ্চিম জারুলছড়ি এলাকায় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের একটি বিশেষ অভিযান দল সেখানে অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর অভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এসময় সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, পরে সেখানে তল্লাশি চালিয়ে দুইটি একে-৪৭, একে-৪৭’র দুইটি ম্যাগজিন, ১৩ রাউন্ড অ্যামুনিশন, দুইটি মোবাইল ও তিনটি কাপড়ের ব্যাগসহ বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের ঘটনাকে ‘বানোয়াট’ ও ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বিজ্ঞাপন

রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা বলেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতান্ত্রিকভাবেই ইউপিডিএফ সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু শাসকগোষ্ঠী ইউপিডিএফের সঙ্গত আন্দোলনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তারই অংশ হিসেবে খুন, গ্রেফতার, মিথ্যা মামলায় ফাঁসানো ও গোলাগুলির নাটক সাজানো হচ্ছে।

সারাবাংলা/টিআর

ইউপিডিএফ নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি