শাহবাগে ‘বেপরোয়া’ বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু, আহত ৩
১২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ২০:২৬
ঢাকা: রাজধানী শাহবাগে গণপূর্ত অধিদফতরের সামনের রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আওয়াল (৬৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। মিডলাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানিয়েছেন পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ গণপূর্ত অধিদফতরের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা ওই রিকশা চালককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, পল্টনগামী মিডলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে দুই রিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে ঢামেক হাসপাতালে আসেন নিহত রিকশাচালকের সহকর্মী আব্দুল মোতালেব। তিনি জানান, নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর আচার ওয়ালাঘাট এলাকায় থাকতো, তার পরিবার গ্রামের বাড়িতে থাকে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি রিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে একজন রিকশাচালক মারা গেছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার পরপরই মিডলাইন বাসটি জব্দ ও তার চালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএসআর/এমও