Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের এক লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১৮:১০

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে পেট্রোল পাম্প ও একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদশে স্ট্যার্ন্ডাডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর এলিফ্যান্ট রোড ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান পরিচালনাকালে মেসার্স রহমান অ্যান্ড কোং জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে একটি অকটেন ডিস্পেনিং ইউনিটে ৫৩০ মিলিলিটার তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে নিউমার্কেট এলাকার মেসার্স বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের ৩০ কেজি ধারণক্ষমতার ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকা এবং দই, টোস্ট বিস্কুট ও পাউরুটি পণ্যের পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. রফিক আজাদ অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

২ প্রতিষ্ঠান জরিমানা বিএসটিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর