Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ৫ জন রিমান্ডে, ২ জনের দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৩

ঢাকা: একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৫ জনের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আসামি মনিরুল ইসলাম ও আবুল কালাম নামে দুই জন আদালতে স্বীকারোক্তি এবং দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও আব্দুর রবকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত আসামিদের রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামি মনিরুল ইসলাম এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত আবুল কালামের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ও রফিকুল ইসলাম খান।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) কাজী ওয়াজেদ মিয়া রিমান্ডে থাকা ৯ আসামিকে আদালতে হাজির করেন। মিয়া গোলাম পরওয়ারসহ ৫ জনের ফের ১০ দিনের রিমান্ড, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অপর দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এসময় আসামিদের পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

গত ৭ সেপ্টেম্বর এই ৯ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি অফিস থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা জামায়াত নেতারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার উদ্দেশে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন বলে জানা গেছে।

সারাবাংলা/এআই/এমও

জামায়াত জামায়াতের সেক্রেটারি দোষ স্বীকার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর