শিক্ষাপ্রতিষ্ঠান খুলতেই রাজধানীর সড়কে ‘চেনা’ যানজট
১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ২১:২৩
ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস। এর মধ্যেই দীর্ঘ প্রায় দেড় বছরের বিরতি ভেঙে খুলে গেছে স্কুল-কলেজ। স্বাভাবিকভাবেই তাই রাজধানীর রাজপথে পরিবহনের উপস্থিতি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যানজট। বলা যায়, মহামারিকালের আগের ‘চেনা যানজট’ ফিরে এসেছে ঢাকার রাজপথে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল খুলে গেছে সব স্কুল-কলেজ। এদিন সকাল থেকেই বিদ্যালয় বিদ্যালয়ে দেখা গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। আর সেই সকাল থেকেই রাজধানীর সড়কগুলোও ছিল ব্যস্ততায় মুখর।
রোববার সকালে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা শাহাবাগ মোড়ে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় যানবাহনের উপস্থিতি বেশি। বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা। কিন্তু যানজটের কারণে বাসে বাসের দেখা পেতে তাদের অপেক্ষার প্রহরও দীর্ঘ হচ্ছে। একদিকে যানজট, অন্যদিকে তীব্র গরম— রীতিমতো ‘ত্রাহি মধুসূদন’ অবস্থা।
একই চিত্র দেখা গেছে পান্থপথ-গ্রিন রোড, ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর রোডেও। এসব এলাকার দোকানদারসহ বাসিন্দারা বলছেন, বিধিনিষেধ ওঠার পরও সকাল ৯টার আগ পর্যন্ত রাস্তাঘাট কিছুটা হলেও ফাঁকা থাকত। কিন্তু আজ (রোববার) সকাল ৮টা বাজতে না বাজতেই আজ সড়ক চলে গেছে নানা ধরনের পরিবহনের দখলে। গন্তব্যে পৌঁছাতে সবারই সময়ই লাগছে অন্যান্য দিনের তুলনায় বেশি।
যাত্রীরা বলছেন, অন্যান্য দিনের তুলনায় আজ যানজটের কারণে রাস্তা পারাপার কঠিন হয়ে দাঁড়িয়েছে। সিএনজি অটোরিকশার চালকরাও বলছেন, অন্য দিনের তুলনায় ট্রিপ পাচ্ছেন কম। রাইড শেয়ারিং অ্যাপে যারা গাড়ি বা মোটরসাইকেল চালান, তাদের অভিজ্ঞতাও এক। ট্রিপ মিলছে কম, ট্রিপ শেষ করতে সময়ও লাগছে অনেক বেশি।
রাস্তায় ব্যস্ততম সময় পার করছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। কর্তব্যরত পুলিশ সদস্যরা বলেন, আজ জ্যামের কারণে রাস্তায় যানবাহনের চাপ সামলাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাদের। তবে স্কুল-কলেজ খুলে যাওয়ায় এমন পরিস্থিতিও অনুমিতই ছিল বলেও জানাচ্ছেন তারা।
শাহাবাগ পুলিশ বক্সের দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা শহীদ সারাবাংলাকে বলেন, আজ রাস্তায় যানজট তুলনামূলকভাবে অনেক বেশি। তবে আমরা (ট্রাফিক পুলিশ) আমাদের দায়িত্ব পালনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছি।
যানজটের সঙ্গে রাজধানী ঢাকার সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। যেকোনো কর্মদিবসে সকাল থেকেই যেন ক্লান্তিহীন ছুটতে থাকে সড়কগুলো। আর সকালের সময়টিতে সড়কে চাপের অন্যতম কারণ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বাহন। করোনাকালে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আর স্কুল-কলেজ বন্ধ থাকায় যানজট থেকেও মুক্তি মিলেছিল রাজধানীবাসীর। তবে বিধিনিষেধ উঠে গেলে ফের ফিরে আসে যানজট। স্কুল-কলেজ খুলে যাওয়ায় সেই যানজট যেন একেবারেই ‘স্বাভাবিকতা’ ফিরে পেয়েছে।
সারাবাংলা/এসএসএ/টিআর