Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাহী কমিটির সভা ডেকেছে বিএনপি


১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ২১:২৩

ঢাকা: দলের নির্বাহী কমিটির সভা ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে।

ধারাবাহিক এ সভায় ভারচুয়ালি সভাপতিত্ব করবেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নির্ধারিত সদস্যরা সভাগুলোতে উপস্থিত থাকবেন।

প্রতিদিন বিকেল সাড়ে তিন টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সভা শুরু হবে। আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, ১৫ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক এবং ১৬ সেপ্টেম্বর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সভা অনুষ্ঠিত হবে।

দফতরের দ্বায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সাহলে প্রিন্সের বরাত দিয়ে দলটির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার তিন দিন আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি। এর পর আর জাতীয় নির্বাহী কমিটির সভা হয়নি। চলমান করোনা পরিস্থিতির মধ্যে টানা তিন দিনব্যাপী তিন ধাপে জাতীয় নির্বাহী কমিটির সভা করার উদ্যোগ নিয়েছে দলটি।

টপ নিউজ নির্বাহী কমিটি বিএনপি সভা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর