চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা দেয়াল ধসে আহত ৭
১২ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দেয়াল ধসে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ভাসমান হকার ও পথচারী রয়েছেন বলে জানা গেছে।
রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানার আদালত ভবনের প্রবেশপথে পুরাতন বাংলাদেশ ব্যাংক ভবনের গ্রিলসহ দেয়াল ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শী পথচারী মো. শাহআলম সারাবাংলাকে বলেন, ‘কাভার্ড ভ্যানের পেছনের অংশের ধাক্কা লাগে দেয়ালে। এতে দেয়াল ভেঙে পড়ে। কয়েকজনের মাথা ফেটে গেছে। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।’
ঘটনাস্থলে যাওয়া স্থানীয় আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী সারাবাংলাকে বলেন, ‘ব্যাংক ভবনের ভেতর থেকে দুটি কাভার্ড ভ্যান বের হচ্ছিল। প্রথমটি বের হয়ে যায়। দ্বিতীয়টি বের হওয়ার সময় পেছনের অংশে ধাক্কা লাগে সীমানা দেয়ালের সঙ্গে। এতে চার-পাঁচটি গ্রিলসহ দেয়ালের প্রায় ২০-৩০ ফুট ধসে পড়ে। দেয়ালের নিচে কয়েকজন হকার বিভিন্ন পণ্য নিয়ে বসেছিলেন। গ্রিল তাদের ওপর পড়ে। এতে পথচারী ও কয়েকজন হকার আহত হন।’
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটি পুলিশ খতিয়ে দেখছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক সারাবাংলাকে বলেন, ‘আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ২৮ নম্বর ওয়ার্ডে এবং পাঁচজনকে অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। সংজ্ঞাহীন থাকায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। এদের মধ্যে কয়েকজন হকার আছেন। পথচারীও আছেন।’
আহতদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- সেন্টু মোহাম্মদ (২৮), মো. সেলিম (৩১), দীপক ধর (২৮), বেলাল (৩৫) ও পলাশ (৫৫)। এছাড়া ৬০ বছর ও ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা আরও দুইজন পুরুষ আছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সীমানা দেয়ালের ভাঙা অংশ অপসারণের পাশাপাশি বিপদজনক অংশ চিহ্নিত করে আশপাশে চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সারাবাংলা/আরডি/এএম