টিউশন ফি আদায়ে বাড়াবাড়ি করা যাবে না: শিক্ষামন্ত্রী
১২ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১২:৪০
ঢাকা: স্কুলের টিউশন ফি আদায়ে বাড়াবাড়ি করা যাবে না। অভিভাবকদের আর্থিক দিকটি দেখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। পরে কলাবাগানে আরেকটি বিদ্যালয় পরিদর্শন শেষেও এই বিষয়ে কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘অভিভাবকরা যদি টিউশন ফি একবারে দিতে না পারেন, তাহলে তাদেরকে মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা করে দিতে হবে। বাড়াবাড়ি করা যাবে না।’
তিনি বলেন, ‘আমাদেরকে সবার আর্থিক দিকটি বিবেচনা করতে হবে। মহামারির কারণে অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের প্রতি সহমর্মি হতে হবে।’
এ সময় স্কুলের ইউনিফর্ম এর জন্যও শিক্ষার্থীদের চাপ না দিতে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘বর্তমানে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা যদি তাদের ইউনিফর্ম এর বাইরে নিজেদের পছন্দমতো পোশাক পরে স্কুলে আসেন, তাহলে বাধা দেওয়ার দরকার নেই। তা ছাড়া দেড় বছরে বন্ধের সময় অনেক শিক্ষার্থী শারীরিকভাবে বেড়ে উঠেছে। পুরনো ইউনিফর্ম তাদের শরীরে নাও লাগতে পারে। আমার অনেকের পক্ষে এখনই হয়ত নতুন ইউনিফর্ম কেনা সম্ভব নয়।’
করোনা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘করোনা সংক্রমণের হার কিছুটা কমে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। যদি পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যায় আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেড় বছর পর খুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
স্বাস্থ্যবিধি মেনে উৎসবের আমেজে খুললো স্কুল-কলেজ
মহামারির শঙ্কা ছাপিয়ে প্রাণ ফিরল স্কুলে [ছবি]
বাদ্যের তালে তালে শিক্ষার্থীরা প্রবেশ করল বিদ্যালয়ে
স্কুল ইউনিফর্মের জন্য চাপ না দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর
স্কুল-কলেজে আপাতত সপ্তাহে ১ দিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী
প্রস্তুতি শেষ, শিক্ষার্থীদের পদচারণার অপেক্ষায় স্কুল-কলেজ [ছবি]
সারাবাংলা/টিএস/একে
করোনা করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী দীপু মনি