Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বা‌দ্যের তা‌লে তা‌লে শিক্ষার্থীরা প্রবেশ কর‌ল বিদ‌্যাল‌য়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩৯

বান্দরবান: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর বা‌দ্যের তা‌লে তা‌লে বিদ্যালয়ে প্রবে‌শ ক‌রেছে বান্দরবা‌ন ক‌্যান্টনমেন্ট পাব‌লিক স্কুল অ্যান্ড ক‌লে‌জের শিক্ষার্থীরা। প‌রে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে শুরু হয় পাঠদান কার্যক্রম।

রোববার (১২‌সে‌প্টেম্বর) সকাল ৮টায় সকা‌লে কলে‌জের অধ্যক্ষ লে.ক‌র্নেল সিরাজুল ইসলাম উকিল (পিএইচডি) বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়ে ফুল দিয় শিক্ষার্থীদের বরণ করেন।

বিজ্ঞাপন

এসময় সিরাজুল ইসলাম উকিল ব‌লেন, করোনা মহামারির কারণে দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। এতে করে প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর শিক্ষার্থীদের মাঝেও পড়ালেখার উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সরকারের এ কার্যক্রমকে আমরা স্বাগত জানাই।

এ সময় শিক্ষক, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

এদিকে সকা‌লে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান কালেক্টরেট স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ আর উচ্ছাসের সঙ্গে স্কু‌লে প্রবেশ করে শিশুরা। এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের স্বাস্থ‌্যবিধি মে‌নে শ্রেণিকক্ষে প্রবেশ করতে উৎসা‌হিত ক‌রেন।

উল্লেখ্য, আজ রোববার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এর আগে করোনা মহামারির কারণে দীর্ঘ ১৭ মাস ২৪ দিন বন্ধ ছিল প্রতিষ্ঠানগুলো। তবে সম্প্রতি করোনার সংক্রমণ নিম্নমুখী থাকায় স্কুল-কলেজ খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এটিও জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে কঠোরভাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হলে কোন বিষয়গুলো অনুসরণ করতে হবে, সে বিষয়ে ১৯ দফা নির্দেশনাও জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস টপ নিউজ বা‌দ্যের তা‌লে তা‌লে বিদ্যালয়ে প্রবে‌শ বান্দরবা‌ন ক‌্যান্টনমেন্ট পাব‌লিক স্কুল অ্যান্ড ক‌লে‌জ

বিজ্ঞাপন

বিয়ে করেছেন সংগীতশিল্পী পড়শী
১২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

আরো

সম্পর্কিত খবর