মহামারির শঙ্কা ছাপিয়ে প্রাণ ফিরল স্কুলে [ছবি]
১২ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪১
প্রতিটি বাবা-মায়ের প্রথম চাওয়া থাকে তাদের সন্তানের জন্য শতভাগ নিরাপদ পৃথিবী। এরপরেই তাদের চাওয়া, সন্তানের উজ্জ্বল ভবিষ্যত। করোনা মহামারির দীর্ঘপথ পাড়ি দিয়ে স্কুল খোলার পরও এই দ্বান্দ্বিক অবস্থার অবসান হয়নি অভিভাবকদের।
একদিকে করোনার ভয়, অন্যদিকে স্কুল খোলার আনন্দ। দুইই অন্তরে ধারণ করে সন্তানকে নিয়ে স্কুলে উপস্থিত হয়েছেন অভিভাবকরা। শিক্ষকরাও আনন্দে গ্রহণ করছেন প্রিয় শিক্ষার্থীদের। অন্যদিকে তাদের মনেও রয়েছে ভয়-শঙ্কা। তবে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ করা গেছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বহুদিন না দেখা প্রিয় বন্ধুকে পেয়ে ব্যাপক খুশি তারা।
রোববার (১২ সেপ্টেম্বর) খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়গুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেছে। রাজধানীর বিভিন্ন বিদ্যালয় ঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট হাবিবুর রহমান ও ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।