Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত আইনমন্ত্রীর

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২১ ০০:১৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ০৯:৪৯

ফাইল ছবি: খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। এই মতামতের ওপর ভিত্তি করে খালেদা জিয়ার মুক্তি বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী সারাবাংলাকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মতামত চাওয়া হয়। আমরা আইন মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়ে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। ওনার মুক্তি মেয়াদ বাড়ানোর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হবে। আমরা কেবল আমাদের মতামত দিয়েছি।

আইনমন্ত্রী আরও বলেন,  প্রধানমন্ত্রীর অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা চূড়ান্ত করা হবে। তবে আমরা ওনার (খালেদা জিয়া) দণ্ড আরও ছয় মাস স্থগিতের জন্য মতামত দিয়েছি।

আরও পড়ুন- খালেদা জিয়ার মুক্তির আবেদনে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে

এর আগে, গত ৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে মতামত পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় সূত্র ওই সময় এ তথ্য নিশ্চিত করলেও মতামতে কী আছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগের সপ্তাহে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলে মুক্তি চেয়ে চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার আবেদনটি করেন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর। চিঠিতে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কথা বলে মুক্তি চাওয়া হয়।

বিজ্ঞাপন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। গত বছরের ২৫ মার্চ ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তি দেয় সরকার। পরে গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় তার সাজার স্থগিতাদেশ আরও ছয় মাস বাড়ানো হয়।

এ বছরের ১৫ মার্চ তৃতীয় দফায় সেই স্থগিতাদেশ বাড়ানো হয় আরও ছয় মাস। তিন দফা স্থগিতাদেশের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর। এর আগেই তার পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হলো। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

সারাবাংলা/জিএস/টিআর

আইন মন্ত্রণালয়ের মত আইনমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর