Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গোসলখানা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৮

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার হারদী আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গোসলখানা থেকে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তার সঙ্গে আর কেউ থাকত না বলে জানা গেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মরদেহটি উদ্ধার করে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা থানা পুলিশ মরদেহটি তাদের হেফাজতে নেয়।

মৃত মালেকা খাতুন (৫৫) আলমডাঙ্গা উপজেলায় হারদী ইউনিয়নের কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে ৮ সেপ্টেম্বর চিকিৎসা নিতে মালেকা খাতুন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাতে তার সঙ্গে পরিবারের কোনো সদস্য হাসপাতালে অবস্থান করতেন না। শুক্রবার রাতে তিনি গোসলখানায় যান। দীর্ঘ সময় না ফিরলে আরেক নারী গোসলখানায় গিয়ে মালেকা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, মালেকা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার বড় ভাই আরশেদও একই কথা বলেছেন। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/টিআর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর