Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট থেকে বিদিশার যাত্রা শুরু, বললেন ‘দল ভালো নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৬

সিলেট: সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল (র.)’র মাজার জিয়ারত শেষে বিদিশা বলেন, ‘জাতীয় পার্টির অবস্থা এখন ভালো নেই। দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই আমার এই সফর।’

সিলেটে সফরকালে তিনি, ‘সরকারের সঙ্গে জাতীয় পার্টির ভালো সমন্বয়ও নেই। সমন্বয় থাকলে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক আরও ভোট পেতেন এবং এরশাদের লাঙ্গল মার্কা বিজয় লাভ করতো।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদিশা এরশাদ বলেন, ‘আমাকে ঘিরে কোনো উপদল সৃষ্টি হবে না। এরশাদের ছেলে এরিকের ঘোষণা অনুযায়ী আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।’

তিনি আরও বলেন, ‘সিলেটের মানুষ যেভাবে আমাকে রিসিপশন দিয়েছেন, গ্রহণ করেছেন তাতে আমি ভীষণ আবেগাপ্লুত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করতেন। আমিও যাতে এমনটা বলার জায়গায় যেতে পারি সে চেষ্টাই করছি।’

পরে মাজার প্রাঙ্গণে জোহরের নামাজ আদায় ও কোরআন শরিফ পাঠ করার পর সিন্নি বিতরণ করেন। এরপর হোটেলে বিশ্রাম করেন এবং হোটেলে অবস্থানকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

শনিবার রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। সফরে বিদিশার সঙ্গে রয়েছেন এরিক এরশাদ ঘোষিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদসহ কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

 

আরও পড়ুন-

সারাবাংলা/এমও

জাতীয় পার্টি টপ নিউজ বিদিশার যাত্রা সিলেট

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর