Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থান‌চি‌তে পা‌নি‌তে গোসল কর‌তে নে‌মে পর্যটক নি‌খোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৭

বান্দরবান: বান্দরবা‌নের থান‌চি‌র বড় পাথর এলাকায় পা‌নি‌তে গোসল কর‌তে নে‌মে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ পর্যট‌কের নাম মো. ফজলে এলাহী ফয়সাল (২৬)। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অন্তর্গত পূর্ব মেরাসানীর বা‌সিন্দা।

শ‌নিবার (১১‌ সে‌প্টেম্বর) দুপুর দেড়টার সময় বড় পাথর এলাকায় এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় ও পু‌লিশ জানায়, ১০ ‌থে‌কে ১২ জ‌নের এক‌টি দল বড় পাথর এলাকায় বেড়া‌তে যায়। সেখা‌নে দুপু‌রে মো. ফজলে এলাহী ফয়সাল গোসল কর‌তে পা‌নি‌তে না‌মে। পা‌নি‌তে নামার পর থে‌কেই সে নিখোঁজ হয়। তারা জানায়, পর্যটকরা বড় পাথর এলাকায় গে‌লে থানায় এ‌ন্ট্রি ক‌রে। ত‌বে এ পর্যটক থানায় এন্ট্রি করেনি। ঘটনাস্থ‌লে মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তা‌রিত জানাও সম্ভব হয়‌নি।

এ বিষ‌য়ে থান‌চি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সু‌দীপ রায় ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘এক পর্যটক নি‌খোঁজের খবর পে‌য়ে‌ছি। সেখা‌নে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। যে‌হেতু মোবাইল নেটওয়ার্ক নেই, তাই বর্তমান প‌রি‌স্থি‌তি সম্প‌র্কে বিস্তা‌রিত বলা যা‌চ্ছে না।’

সারাবাংলা/একে

থানচি পর্যটক বান্দরবান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর