Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে দেশে

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৩

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে চীনের সিনোফার্মের আরও ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ ভ্যাকসিন। চীনের সিনোফার্মের এই ভ্যাকসিন শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরে এই ভ্যাকসিনগুলো গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকসহ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন

তিনি সারাবাংলাকে বলেন, ‘এবারের চালানে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা এসেছে। এগুলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতাধীন কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ ভ্যাকসিন এসেছে দেশে।’

সারাবাংলা/এসবি/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর