ডিএসসিএসসি’র ‘মিরপুর হল অব ফেম’-এ সেনাপ্রধান, নিলেন পিএইচডি সনদ
১০ সেপ্টেম্বর ২০২১ ১৯:২১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৮
ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ‘মিরপুর হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। মিরপুর গ্র্যাজুয়েট হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে আরোহণের সম্মাননা হিসেবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের ছবি ‘মিরপুর হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হলো।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সেনাপ্রধানকে এই সম্মাননা দেওয়া হয়েছে। একই দিনে সেনাপ্রধান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে অর্জন করা পিএইচডি ডিগ্রির সনদও গ্রহণ করেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী পরিদফতর (আইএসপিআর) থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৯৮-১৯৯৯ সালে ২৩তম আর্মি স্টাফ কোর্সে অংশগ্রহণ করেন এবং সম্মানসূচক ‘পিএসসি’ উপাধি ও ডিফেন্স স্টাডিজের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এবারে ডিএসিএসসি হল অব ফেমে স্থান পেলেন। অনুষ্ঠান শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ডিএসিএসসি’র অনুষদ এবং সাবেক গ্র্যাজেুয়েটদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এদিকে, গত ২৮ আগস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ থেকে পিএইচডি ডিফেন্স সম্পন্ন করেন সেনাপ্রধান। গত ৬ সেপ্টেম্বর বিইউপি একাডেমিক কাউন্সিল তার পিএইচডি ডিগ্রি সুপারিশ করে এবং ৮ সেপ্টেম্বর সিন্ডিকেট তার অনুমোদন দেয়। ডিএসিএসসি’র আনুষ্ঠানিকতা শেষে তিনি এই পিএইচডি ডিগ্রির সনদপত্র গ্রহণ করেন।
পরে দুপুরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বিকেলে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ‘মুজিববর্ষ ট্রাস্ট ব্যাংক ওপেন গলফ টুর্নামেন্ট-২০২১’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গলফ ফেডারেশনের অধীন মোট ৭১ জন পেশাদার ও ৭ জন অ্যামেচার গলফার অংশ নেন। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে পেশাদার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গলফার মো. জাকিরুজ্জামান জাকির এবং অ্যামেচার বিভাগে শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করেন গলফার মো. আব্দুল কাদের।
সারাবাংলা/ইউজে/টিআর