Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় একমত ঢাকা-লন্ডন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২১ ২১:০৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১১:৪১

ঢাকা: সন্ত্রাসবাদ মোকাবেলা করে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষায় সম্মত হয়েছে ঢাকা-লন্ডন। এছাড়াও মানবাধিকার সুরক্ষা, বিমান, সমুদ্র ও সাইবার নিরাপত্তা সহযোগিতায় যৌথভাবে কাজ করতে একমত হয়েছে দুই পক্ষ।

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত দুই দেশের চতুর্থ কৌশলগত সংলাপে গতকাল বৃহস্পতিবার এসব আলোচনা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

লন্ডনে অনুষ্ঠিত দুই দেশের চতুর্থ কৌশলগত সংলাপে বাংলাদেশকে প্রতিনিধিত্বি করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর অপর পক্ষে ছিলেন যুক্তরাজ্য পররাষ্ট্র দফতরের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।

এতে ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্যবসায়িক অংশীদারিত্ব, কোভিড-১৯ মহামারি মোকাবিলা, রোহিঙ্গা সংকট, বাণিজ্য বৃদ্ধি, আফগানিস্তানের নতুন সরকার নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও যুক্তরাজ্য ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপনে একমত হয়েছে দুই দেশ।

করোনা পরিস্থিতির উন্নতির পাশাপাশি গণহারে ভ্যাকসিন প্রয়োগের কথা উল্লেখ করে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাজ্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধও জানানো হয় ওই সংলাপে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুই দেশের সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে কার্বন নিঃসরণ হ্রাসের প্রয়াসে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তায় দুই দেশ একমত প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংলাপে যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের বহুমুখী অবদানের প্রশংসা করা হয়। সাত দশক ধরে সহযোগিতামূলক কার্যক্রমের জন্য ব্রিটিশ কাউন্সিলের প্রশংসা করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা-লন্ডনের মধ্যে প্রথম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। এরপর দ্বিতীয় দফায় ২০১৮ ও তৃতীয় দফায় ২০১৯ সালের ২৪ এপ্রিল সংলাপ অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/টিএস/এনএস

বাংলাদেশ যুক্তরাজ্য

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর