Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা টুয়েন্টিফোর লাইভ নিউজ পোর্টালের যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৮

ঢাকা: ‘উই স্ট্যান্ড ফর দ্য পিপল’ স্লোগান ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকারে যাত্রা শুরু করলো নিউজপোর্টাল ঢাকা টুয়েন্টিফোর লাইভ ডটকম (dhaka24live.com)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকায় প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে পোর্টালটির উদ্বোধন করা হয়।

পত্রিকাটির সম্পাদক মাহমুদ হোসাইন বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে নিউজপোর্টাল ঢাকা টোয়েন্টিফোর লাইভ ডটকম এর যাত্রা শুরু হলো। মানসম্মত সাংবাদিকতা চর্চার মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে এক সময় পাঠকদের মন জয় করব বলে আশা রাখছি।’

পত্রিকাটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাহেক্স ওয়ার্ল্ড ওয়াইড এর ম্যানেজিং ডিরেক্টর আশেক হোসাইন বলেন, ‘পোর্টালটির পাতায় পাতায় বৈচিত্র্যময় সংবাদ প্রচারের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দ্রুত বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে নিউজ পোর্টালটির অগ্রণী ভূমিকা পালন করবে।’

ঢাকা টোয়েন্টিফোর লাইভ ডটকমের উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা জানান বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর পারভেজ খান।

সারাবাংলা/ইউজে/একে

ঢাকা ঢাকা টুয়েন্টিফোর লাইভ নিউজ পোর্টাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর