Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সয়াবিনের দাম বাড়তি, ইলিশের বাজারও চড়া

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২১ ১৩:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ০০:৪০

ঢাকা: সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়ল সয়াবিন ও পাম অয়েলের দাম। তবে ভোজ্যতেলের মধ্যে সরিষা, রাইসব্রান ও সানফ্লাউয়ারসহ অন্যান্য তেলের দাম একইরকম রয়েছে। অন্যদিকে রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম।

শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীতে প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১২০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১১৫ থেকে ১১৮ টাকায়। পাম অয়েল সুপার প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩০ টাকা। সাত দিন আগে এটি ১২০ থেকে ১২২ টাকায় বিক্রি হয়।

বিজ্ঞাপন

গত সপ্তাহে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৩৫ থেকে ১৩৮ টাকা কেজি। লিটার ছিল ১২২ থেকে ১২৪ টাকা। কিন্তু সপ্তাহের মাঝামাঝি হঠাৎ তেলের দাম লিটারে চার টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা। এই ঘোষণার পর খোলা সয়াবিন তেল ১২৯ টাকা এবং বোতলজাত তেল ১৫৩ টাকা লিটারে বিক্রি শুরু হয়। আজকে সয়াবিন তেলের দাম আরও বেশি চাচ্ছে বিক্রেতারা। রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩৩ থেকে ১৩৫ টাকায়। বোতলজাত তেলও দাম চাওয়া হচ্ছে ১৫৫ টাকা।

তেলের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। ব্রয়লার মুরগি সাত দিনের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা বেড়ে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৪০ টাকা দরে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। খাসির মাংসের দাম কেজিতে ৮০০ থেকে ৮৫০ টাকা।

এছাড়াও ডিমের হালি ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। ডিম ছাড়াও বেড়েছে আটা ও চিনির দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আটার দাম বেড়েছে কেজিপ্রতি ২ টাকা। চিনির কেজি বিক্রি হচ্ছে ৭২ টাকায়।

বিজ্ঞাপন

রন্ধন উপকরণের মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। রসুন ৮০ থেকে ১২০ টাকা। প্রতি কেজি আদা ৭০ থেকে ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির মধ্যে টমেটো ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৪০, বরবটি ৮০, চিচিঙ্গা, ঝিঙ্গা, ঢ্যাঁড়স, বেগুন, দেশি শশা ৫০ টাকা, পেঁপে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারঘুরে দেখা যায়, পাঙাশ ১২০, তেলাপিয়া আকৃতিভেদে ১৩০ থেকে ১৮০, রুই ২৪০ থেকে ৩০০, মৃগেল ২২০ থেকে ২৬০, শিং মাছ ৫৫০ থেকে ৭০০ ও চিংড়ি মাছ ৫০০ থেকে ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ভরা মৌসুমেও বাড়তি ইলিশের দাম। এক কেজি ও তার ওপরের ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে। মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি। আর ছোটগুলো ৫০০ থেকে ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সারাবাংলা/টিএস/এএম

টপ নিউজ বাজারদর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর