পালানোর চেষ্টারত প্রাইভেটকার আটকাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
১০ সেপ্টেম্বর ২০২১ ১১:০১
ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এলাকায় প্রাইভেটকার চাপায় শান্ত হাসান (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ইসিবি চত্বর এলাকায় এই ঘটনাটি ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় শান্ত হাসান নামে ওই শিক্ষার্থী প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। কিন্তু প্রাইভেটকারটি তাকেও চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।
ওসি আরও জানান, এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইসিবি চত্বরের রাস্তা অবরোধ করে নিহতের বন্ধুরা। পরে পুলিশের অনুরোধে তারা সরে যায়। সাদা রংয়ের ওই প্রাইভেটকারের নাম্বার হল ঢাকা মেট্রো গ ২২-৯৭৫৩। সেটা জব্দ করা হলেও তার চালক পালিয়ে যায়।
ওসি জানান, শান্তর বাবার নাম মোস্তফা কামাল। তারা মানিকদি এলাকায় থাকত। গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এএম