Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় চোর সন্দেহে হৃদয় (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার এস আই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে খবর পাই বাসাবো সবুজসংঘ ক্লাবের বাউন্ডারি ভেতরে এক যুবককে মারধর করা হচ্ছে। পরে দ্রুত সেখানে গিয়ে হৃদয় নামের ওই যুবককে আহত অবস্থায় দেখতে পাই। তখন জানতে পারি বাউন্ডারি টোপকে ভিতরে ক্লাবের নির্মাণকাজের জিনিসপত্র চুরি করার জন্য তিনি ভেতরে ঢুকেছেন; এই অভিযোগে সেখানে দায়িত্বে থাকা ম্যানেজার, কন্ট্রাকটর ও কেয়ারটেকারসহ কয়েকজন মিলে তাকে আটক করে। এরপর হাত-পা বেঁধে পেটায় তাকে।

তিনি জানান, ওই যুবকের নাম হৃদয় বলে নিজেই বলতে পেরেছিল। তার সমস্ত শরীরে পেটানোর আঘাত রয়েছে।

তিনি আরও জানান,তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। বিস্তারিত আরও তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এএম

চোর সন্দেহে পিটুনি টপ নিউজ রাজধানী

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর