Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবদ্দশায় বার কাউন্সিলের বেনাভোলেন্ট ফান্ড চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ২০:০৩

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলে বেনাভোলেন্ট ফান্ডের (কল্যাণ তহবিল) টাকা আইনজীবীদের জীবিত থাকা অবস্থায় দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, আইন সচিব, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ দেশের সব বারের সভাপতি- সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।

রিটে মৃত্যুর পরে নয়, জীবিত থাকা অবস্থাতেই বেনাভোলেন্ট ফান্ড থেকে অর্থ প্রদানের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

রিট দায়েরের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন আইনজীবী অশোক কুমার ঘোষ। তিনি বলেন, ‘রিটটি আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।’

রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ আরও বলেন, ‘আইনজীবীদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য দেশের প্রতিটি বারের বেনাভোলেন্ট ফান্ড (কল্যাণ তহবিল) গঠন করা আছে। মৃত্যুর পর সেই ফান্ড থেকে আইনজীবীদেরকে অর্থ দেওয়া হয়। এখন প্রশ্ন হলো মৃত্যুর পর বেনাভোলেন্ট ফান্ডের অর্থ দিয়ে কী হবে? অথচ জীবদ্দশায় একজন আইনজীবী অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে, না খেয়ে দিনাতিপাত করছেন।’

অশোক কুমার বলেন, ‘এ কারণে আমাদের আবেদন হচ্ছে জীবদ্দশায় যাতে বেনাভোলেন্ট ফান্ডের অর্থ দেওয়া হয়। এ জন্য প্রয়োজনে বার কাউন্সিলের গঠনতন্ত্র সংশোধনের কথা বলেছি আমরা।’

বিজ্ঞাপন

এর আগে গত ১৬ জুন বার কাউন্সিলকে আইনি নোটিশ দিয়েছিলাম। সে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি।

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী কল্যাণ তহবিল বার কাউন্সিল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর