আগামী নির্বাচনের ইশতেহার প্রণয়নের নির্দেশ শেখ হাসিনার
৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৯ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৪
ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনই তৎপর হয়ে উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া দলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে একটি সেমিনার আয়োজনের মাধ্যমে আগামী নির্বাচনের জন্য দলের নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজও শুরুর নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব নির্দেশনা দিয়েছেন।
বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের সামনে সাংবাদিকদের এ সব কথা বলেন। এদিন সকালে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রায় এক বছর পর দলটির কেন্দ্রীয় এই কমিটির বৈঠক হলো। বৈঠক শেষে ওবায়দুল কাদের গণভবনের সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, সভায় আগামী নির্বাচন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিভাগীয় সম্পাদক যারা রয়েছেন, তাদের সবার বক্তব্য নেত্রী (শেখ হাসিনা) শুনেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
ওবায়দুল কাদের জানান, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে তাই আওয়ামী লীগ বিরোধী অপপ্রচার বেশি হচ্ছে। এ সব অপপ্রচার সাংগঠনিকভাবে মোকাবিলা করার তাগিদ দেওয়া হয়েছে।
তিনি জানান, সেমিনারের মাধ্যমে আগামী নির্বাচনী ইশতেহার প্রনয়ণের কাজে হাতে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া ওবায়দুল কাদের জানান, পাবনা পৌরসভা নির্বাচনের বিদ্রোহীদের ক্ষমা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
সারাবাংলা/এনআর/টিআর