Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকসই অর্থনীতি ও রেটিং নিয়ে যমুনা ব্যাংকের প্রশিক্ষণ

সারাবাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:০২

‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টেকসই অর্থনীতি এবং টেকসই রেটিং’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে যমুনা ব্যাংক। ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই প্রশিক্ষণ সেশনে অংশ অংশ নেন।

সম্প্রতি যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করা হয়। যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার মোর্শেদ মিল্লাত প্রশিক্ষণ পরিচালনা করেন।

যমুনা ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার, অপারেশন ম্যানেজার ও ক্রেডিট কর্মকর্তারা এতে অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, মো. ফজলুর রহমান চৌধুরী, নুর মোহাম্মদ ও ফজলে কাইয়ুম এবং সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা।

সারাবাংলা/টিআর

প্রশিক্ষণ কর্মসূচি যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর