Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ এক সময় জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করলেও এখন শোষণ করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৯ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৭

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না। তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা-ইচ্ছা-মালিকানাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে নির্যাতনকারী দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এক সময় জনগণের অধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম করলেও এখন শোষণ করছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করার জন্য তাদের যে শক্তি ছিল, সেই জায়গা থেকে সম্পূর্ণ সরে গিয়ে অবৈধ অর্থ উপার্জনকারী, দুর্নীতিতে নিমজ্জিত একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জনগণের সুখ-দুঃখ, আশা-আকাঙ্রক্ষা সঙ্গে তাদের কোনো মিল নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের; যেখানে মানুষের অধিকার থাকবে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরে গিয়ে কতৃর্ত্ববাদী একনায়কতন্ত্র তৈরি করেছে।’

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখার জন্য হয়রানিমূলকভাবে মামলা দেওয়া হয়েছে।’

আন্দোলন জোরদারে বিএনপির কোনো পরিকল্পনা আছে কি?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি জোটে আছে। জোটের শরিকদের গুরুত্ব দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে আন্দোলনের চিন্তা করা হচ্ছে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, আল মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

আওয়ামী লীগ টপ নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর