মমেক হাসপাতালে আরও ৫ মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ১১:২৫ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ১১:২৮
৯ সেপ্টেম্বর ২০২১ ১১:২৫ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ১১:২৮
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।
যাদের মধ্যে দুই জন করোনায় এবং তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলায় এ পর্যন্ত কোভিডজনিত মোট ২৭৬ জনের মৃত্যু হলো।
এ ব্যাপারে মমেক হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী পাঁচ জনের মধ্যে ময়মনসিংহের চার এবং নেত্রকোনার এক জন ছিলেন।
এদিকে, মমেক হাসপাতাল আইসিইউতে সাত জনসহ করোনা ইউনিটে মোট ১১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৪৬ নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সারাবাংলা/একেএম