বসিলায় জঙ্গি আস্তানার সন্ধান, অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ১
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ১০:০০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ১২:২৭
৯ সেপ্টেম্বর ২০২১ ১০:০০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ১২:২৭
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে সকাল থেকে ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র্যাব-২। আস্তানা থেকে এখন পর্যন্ত অস্ত্র ও বিস্ফোরকসহ একজনকে আটক করেছে র্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের অভিযান এখনও চলমান রয়েছে। আস্তানা থেকে র্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট অস্ত্র, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে উপস্থিত একাধিক র্যাব সদস্য এসব তথ্য জানিয়েছেন।
র্যাব সদস্যরা জানান, এখনও অভিযান চলমান রয়েছে। ভেতরে এখন র্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক টিম কাজ করছে।
সারাবাংলা/ইউজে/এসএসএ