Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিআরবি রক্ষার আন্দোলন ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে’

সারাবাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের প্রাণ-প্রকৃতির আধার সিআরবি রক্ষার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ এসেছে ‘প্রগতিশীল গণসংগঠনসমূহ’ আয়োজিত এক সমাবেশ থেকে। বক্তারা চট্টগ্রামবাসীকে বিভ্রান্ত না হয়ে সিআরবি রক্ষার আন্দোলনে অব্যাহতভাবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সমাবেশে উদীচী সংগঠক প্রবাল দে বলেন, ‘চট্টগ্রাম শহরের ফুসফুস সিআরবি। এই ফুসফুস বাঁচাতে চট্টগ্রামবাসী আজ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। গুটিকয়েক মাফিয়া দালাল আন্দোলন নিয়ে চক্রান্ত করছে। তাদের চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে সিআরবিকে রক্ষা করতে হবে।’

ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভুঁইয়া বলেন, ‘আজ যখন চট্টগ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন শুরু করেছে, তখন সরকার দলীয় কতিপয় জনপ্রতিনিধি পুঁজিপতিদের স্বার্থরক্ষায় নানা কূটকৌশল করছে। এই পুঁজিপতিরা প্রকৃতি ও পরিবেশখেকো। তারা কর্ণফুলী নদী খেয়েছে, চট্টগ্রাম বন্দর খেয়েছে, এখন রেলের সম্পদ খেতে চায়। আর কতিপয় জনপ্রতিনিধি মুখে সিআরবি রক্ষার কথা বলে গোপনে হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে সুযোগ করে দিচ্ছে।’

জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক উজ্জল শিকদার বলেন, ‘কতিপয় নেতা-এমপি হাসপাতাল শিরিষতলায় হবে না বক্তব্য দিয়ে প্রথম থেকেই চট্টগ্রামবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছেন। এখন তারা বঙ্গমাতার নামে হাসপাতালের ব্যানার টানিয়ে চট্টগ্রামবাসীকে আরেকদফা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। হাসপাতাল শিরিষতলায় হবে না কি গোয়ালপাড়ায় হবে- সেটা আমাদের বিষয় নয়। আমাদের বক্তব্য একটাই—সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে কোনো হাসপাতাল নির্মাণ করা যাবে না।’

বিজ্ঞাপন

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অ্যানি সেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক অয়ন সেন গুপ্ত, উদীচী চট্টগ্রামের সুবর্ণা দাশ ও অনন্যা ভট্টাচার্য।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সারাবাংলা/আরডি/আইই

সিআরবি সিআরবি চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর