Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইফ সাপোর্টে খন্দকার মাহবুব হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৩

ঢাকা: প্রবীণ আইনজীবী এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) করোনা ভাইরাসে আক্রান্ত খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এর আগে, গত ১৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে খন্দকার মাহবুব হোসেন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

খন্দকার মাহবুবের হোসেনের জুনিয়র আইনজীবী মো. মাসুদ রানা বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্যারকে (খন্দকার মাহবুব হোসেন) আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্যারের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি আইনে পড়াশোনা করে ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফৌজদারি এই আইন বিশেষজ্ঞ।

তিনি চারবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। সর্বশেষ ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/কেআইএফ/একে

করোনা করোনাভাইরাস কোভিড-১৯ খন্দকার মাহবুব হোসেন বিএনপি

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর