Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৫ বছরের সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৮

চট্টগ্রাম ব্যুরো: পৃথক মামলায় ৩৫ বছরের সাজাপ্রাপ্ত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন। মৃত আহমদ হোসেনের (৫৫) বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামে।

অসুস্থ অবস্থায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম সারাবাংলাকে জানিয়েছেন, ২০১৬ সাল থেকে আহমদ হোসেন চট্টগ্রাম কারাগারে ছিলেন। একটি হত্যা মামলায় যাবজ্জীবন ও মারামারির অভিযোগে আরেকটি মামলায় তিনি পাঁচ বছরসহ মোট ৩৫ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

‘গত (মঙ্গলবার) রাতে বুকে ব্যাথা অনুভব করায় আহমদ হোসেনকে সেল থেকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু সনদে চেস্ট পেইন উল্লেখ করেছেন চিকিৎসক,’— বলেন জেলার তারিকুল।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হাজতির মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর