Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৯

ঢাকা: পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুর্খীধারা অব্যাহত রয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) টানা চতুর্থ দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিযে শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন ও সব সূচক বাড়লেও কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন।

বুধবার দিন শেষে ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৬১ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৭০৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানি মধ্যে ১৫২টির দাম বেড়েছে, কমেছে ১৮৬টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯৬ পয়েন্টে উন্নীত হয়। অন্যদিকে ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭১ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬১৩ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৯টি কোম্পানির ২ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৪৮৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৪৪ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৯৭৯ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

ঊর্ধ্বমুখী ধারা পুঁজিবাজার সূচক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর