ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের নির্দেশ
৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৭ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৫
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের জায়গায় বঙ্গবন্ধুর তর্জনী উঁচু ভাস্কর্যের (বঙ্গবন্ধু লিবার্টি টাওয়ার) কাজ দ্রুত সম্পন্নের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ।
এর আগে, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে না এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণস্থলে কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে না- এই মর্মে রুল জারি করা হয়।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।
২০১৭ সালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণের স্থান চিহ্নিত করে সেখানে বঙ্গবন্ধুর আঙ্গুল উঁচানো ভাস্কর্য নির্মাণের নির্দেশনা চেয়ে এক রিট আবেদন করেছিলেন আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ।
এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে সেই বছরের ২০ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রুলের জবাব না দেওয়ার কারণে নতুন করে আবার রিট দায়ের করা হয়।
পরে গত বছরের ৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি শেষে আদালত ১১ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে সরকারকে বিস্তারিত পরিকল্পনা জানানোর নির্দেশ দিয়েছিলেন। এর পর শুনানির ধারাবাহিকতায় আজ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের নির্দেশ দিয়ে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে দিয়েছেন আদালত।
এই মামলার নির্দেশনাক্রমে ইতোমধ্যে ঐতিহাসিক ৭ মার্চকে ‘ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা’ করে গেজেট প্রকাশিত হয়েছে।
এছাড়া দেশের ৪৬০টি জেলা/উপজেলা সদরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশ বাস্তবায়ন করে সরকার আদালতে প্রতিবেদন দিয়েছে। এসব স্থান রক্ষণাবেক্ষণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল। এ আদেশও প্রতিপালন করেছে সরকার।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম
৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত টপ নিউজ পাঠ্যপুস্তক বঙ্গবন্ধু হাইকোর্ট