Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ড. মোমেনের

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৪

ফাইল ছবি: ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের এগিয়ে এসে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নেদারল্যান্ডের গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনায় এই আহ্বান জানান তিনি। বুধবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়টি সারা পৃথিবীতেই বেশ পরিচিত। জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়।

আলোচনায় গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের পরিবেশ পরিবর্তনের কারণ ও প্রতিবন্ধকতাগুলো খুঁজে বের করার ওপর জোর দেন।

নেদারল্যান্ডে এই সফরে পানি নিয়ে দেশটির সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান ডেল্টারেসও পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে বিজ্ঞানী আনেমিয়েক নিজোফের সঙ্গে এক আলোচনায় ২১০০ সালের মধ্যে দেশে ডেল্টা প্লানের প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

উল্লেখ্য, নেদারল্যান্ডে তিন দিনের রাষ্ট্রী সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন তিনি।

সারাবাংলা/টিএস/পিটিএম

ড. একে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর