ভূমি সেবা সম্পূর্ণ ডিজিটাল করতে চাই: প্রধানমন্ত্রী
৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৩
ঢাকা: ভূমি সেবার ভোগান্তি লাঘবে সরকার সম্পূর্ণ ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খামোখা যেন মানুষ হয়রানির শিকার না হয়। মানুষকে যেন ভোগান্তির শিকার না হতে হয়, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে না হয়। সেদিকে লক্ষ রেখে ভূমি সেবাটা যেন হাতের মুঠোয় পায়।
বুধবার (৮ সেপ্টেম্বর) ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যাক্রম এবং ভূমি ডাটা ব্যাংক উদ্বোধন করেন তিনি।
৯৯৫টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১২৯টি উপজেলা ভূমি অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভূমি মন্ত্রণালয়ের সেবাদানকারী সব দফতর ও সংস্থাকে একই ছাদের নিচে এনে জনগণকে এক জায়গা থেকে সকল সেবা প্রদানের মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিস নিশ্চিত করতে রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণ করা হয় ভূমি ভবন।
শেখ হাসিনা বলেন, ‘নগরায়নের চাপে একদিকে যেমন আমরা কৃষি জমি হারাই, অপরদিকে বনায়ন ধ্বংস হয়, পরিবেশ নষ্ট হয়; এটি একটা স্বাভাবিক নিয়মেই ছিল। কিন্তু আমরা সরকারে আসার পর থেকে আমাদের প্রচেষ্টায় ছিল ভূমি ব্যবহার, ভূমি উন্নয়ন, ভূমিকে রক্ষা করা, কৃষিজমি রক্ষা করা, আবার মানুষের বসতিটা যাতে সুন্দরভাবে গড়ে তোলা অর্থাৎ দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করা এসব বিষয়ে চিন্তা-ভাবনা করে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই।’
ভূমি ব্যবহারের নীতিমালা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ছিল বলেও অভিহিত করেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘সময়ের বিবর্তনে অনেক সময় অনেক কিছু পরিবর্তন করতে হয় সময়ের দাবিতেই। কিন্তু ভূমির সেবাটা আরও সহজ করা মানুষের জন্য সে ব্যাপারে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এ জন্য আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সবার প্রতি অভিনন্দন জানাই। ২০৪১ সালের মধ্যে সরকার শতভাগ ই-মিউটেশন এর কার্যক্রম সম্পন্ন করা এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থা কি সম্পূর্ণভাবে ডিজলাইক ডিজিটালাইজড করা সরকারের লক্ষ্যমাত্রা বলেও উল্লেখ করেন তিনি
শেখ হাসিনা বলেন, ‘আমরা ভূমি ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করতে চাই। কারণ কেউ যেন খামোখা হয়রানির শিকার না হয়। মানুষকে যেন ভোগান্তির শিকার না হতে হয়, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে না হয়। সেদিকে লক্ষ্য রেখে ভূমি সেবাটা যেন হাতের মুঠোয় পায়, সেই ব্যবস্থাটাই আমরা চেয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, “হাতের মুঠোয় ভুমি সেবা নিশ্চিত করতে অনলাইনে খতিয়ান সংগ্রহ, উত্তরাধিকার ক্যালকুলেটর, অনলাইন ডাটাবেজসহ ভূমিসেবার সব ক্ষেত্রে অধিকতর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ই-মিউটেশন বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের ‘ইউনাইটেড নেশন্স পাবলিক সার্ভিস এওয়ার্ড ২০২০’ অর্জন করেছে।”
শেখ হাসিনা বলেন, “জাতিসংঘের এ পুরস্কার বাংলাদেশে এই প্রথম। এ স্বীকৃতি ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়কে আরও গতিশীল করেছে এবং বিশ্ব দরবারে আমাদের মর্যাদাও উন্নত হয়েছে।”
তিনি আরও বলেন, ‘৩ কোটি হোল্ডিংয়ের মধ্যে ১ কোটির ডাটা এন্ট্রি এরইমধ্যে শেষ করা হয়েছে। অবশিষ্ট কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। তা শেষ হলে সব কাজ সহজ হয়ে যাবে। যাতে সময় ও খরচ বাঁচবে। এ ছাড়া হয়রানি থেকেও মানুষ রক্ষা পাবেন।’
শেখ হাসিনা বলেন, ‘দেশের জলমহাল, হাওর, বাওড়, চা বাগান, লবণ মহল, চিংড়ি মহাল, হাটবাজার, খাস জমি ও অধিগ্রহণকৃত জমির ডাটাবেজ ছিল না। সেটি না থাকার কারণে তথ্য পেতে দীর্ঘসময় লাগে। এতে প্রকল্প বাস্তবায়ন করতে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয় ভূমি নিয়ে। এই ভূমি কোথায় পাওয়া যাবে, কীভাবে হবে, অধিগ্রহণ করা, তার মালিকানা খোঁজা এবং তাদেরকে অর্থ পরিশোধ করা; এটি অনেক ঝামেলা। এখন ডিজিটালাইজ হওয়াতে সুবিধা হয়েছে।’
আমরা ভূমি ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করতে চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতিতে থাকলে কোথায় কোন জমি আছে? কী অবস্থায় আছে? ভূমি তথ্য ভাণ্ডার থেকে পাওয়া যাবে। এই ডাটাবেজ থেকেই আমরা নিতে পারব। কোনো কাজে আর অসুবিধা হবে না। কাজেই সরকার ভূমির অনলাইন ডাটাবেজের কারণে উন্নয়নের কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করতে পারবে।’
ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে এই সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি মো. মকবুল হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমি সচিব স্বাগত বক্তৃতা করেন এবং ভূমিমন্ত্রী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম এবং প্রকল্পগুলোর ওপর পৃথক ভিডিও চিত্র পরিবেশিত হয়।
সারাবাংলা/এনআর/একে