Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যালাইনমেন্টেই আটকে ছিল ৩ লিংক রোড নির্মাণ

জোসনা জামান, স্টাফ করেসপনডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৪

ঢাকা: অ্যালাইনমেন্ট চূড়ান্ত না হওয়ায় আটকে ছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ‘সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড নির্মাণ’ প্রকল্প। এজন্য ভূমি অধিগ্রহণেই গেছে মেয়াদের অধিকাংশ সময়। বর্তমানে অ্যালাইনমেন্টের জটিলতা কাটলেও অধিগ্রহণ কাজ শেষ হয়নি এখনও। তবে বাকী কাজ দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত ৬ জুন অনুষ্ঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভা সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি জারি করা হয়েছে ওই সভার কার্যবিবরণী।

বিজ্ঞাপন

কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলামের সই করা পিআইসি সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, কেডিএ’র এবং সরকারি অর্থে বাস্তবায়নাধীন রয়েছে ‘সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড নির্মাণ’ প্রকল্পটি। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৯৪ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০১৮ সালের জুলাই থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে এটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে পিইসি সভায় প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য ৩টি লিংক রোডের মধ্যে একটি লিংক রোডের ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অন্য একটি লিংক রোডের ভূমি অধিগ্রহণের কাজ চলছে। প্রকল্পের ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পের জন্য গত ২০২০-২১ অর্থ বছরে তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ১২ কোটি ১৮ লাখ ৬৮ হাজার অর্থ ছাড় প্রস্তাব (সভার অনুষ্ঠিত হওয়ার সময়) করা হয়েছে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পিআইসি সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। সদস্যরা বলেন, এই প্রকল্পের এক বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পের ভূমি অধিগ্রহণ কাজ এখনও চলছে।

বিজ্ঞাপন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, প্রকল্পের অ্যালাইমেন্ট নির্ধারণ কাজে দেরি হওয়ার জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অ্যালাইমেন্ট চূড়ান্ত করা হয়েছে। এখন ভূমি অধিগ্রহণ কার্যক্রম ত্বরান্বিত হবে। প্রকল্পের আরডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে আলোচনা হয়।

বিস্তারিত আলোচনা শেষে পিআইসি সভার সুপারিশ হিসেবে বলা হয়েছে, প্রকল্পের ভূমি অধিগ্রহণ কাজ ত্বরান্বিত করতে হবে। এছাড়া প্রকল্পের আরডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর কার্যক্রম নিতে হবে। নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে এ্যালাইমেন্ট চূড়ান্ত করে তারপর প্রস্তাব পাঠাতে হবে।

মেয়াদ বাড়ছে আহসানাবাদ আবাসিক এলাকার উন্নয়ন প্রকল্পের:

পিআইসি সভায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ২টি প্রকল্প নিয়েও আলোচনা হয়। এর একটি হচ্ছে ‘আহসানাবাদ আবাসিক এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প। এটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬৯ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ২০১২ সালের জুলাই হতে চলতি বছরের জুন পর্যন্ত ছিল।

সভায় প্রকল্পটির অগ্রগতি বিষয়ে প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তা , ড্রেন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং পানি সরবরাহ ও বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ফিনিশিং পর্যায়ের কাজ চলছে। প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ভিডিও উপস্থাপন করা হয়। প্রকল্পের আন্তঃখাত সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। আন্তঃমন্ত্রণালয় সভায় প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ের জন্য প্রকল্প মেয়াদ এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত সভাকে অবহিত করা হয়।

সারাবাংলা/জেজে/এসএসএ

কেডিএ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ লিংক রোড নির্মাণ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর