পার্বত্য ৩ জেলায় প্রাথমিকের ১৫০০ পদ দ্রুত পূরণের সুপারিশ
৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২১ ২২:২৫
ঢাকা: পার্বত্য তিন জেলায় প্রাথমিক বিদ্যালয়ে দেড় হাজার শিক্ষকের পদ শুন্য রয়েছে। ওইসব পদ দ্রুত পূরণের সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে পার্বত্য এলাকায় ১৪২টি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ বিবেচনায় ‘বিদ্যালয়বিহীন গ্রামে এক হাজারটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে’ অন্তর্ভুক্ত করে জাতীয় করণের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপত্বি মো. দবিরুল ইসলাম। বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি ও বাসন্তী চাকমা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাংবাদিকদের জানান, পার্বত্য জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৪৬৯টি ও সহকারী শিক্ষকের এক হাজার ১১৬টি পদ শুন্য রয়েছে। শুণ্য পদগুলো দ্রুত পূরণের জন্য কমিটি সুপারিশ করেছে। এছাড়া পার্বত্য শান্তিচুক্তির অধীনে প্রণিত নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে দফতরি নিয়োগ প্রক্রিয়া জেলা প্রশাসকের পরিবর্তে জেলাপরিষদের অধীনে ন্যস্ত করতে বলা হয়েছে।
বৈঠকে জানানো হয়, তিন পার্বত্য জেলায় প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা এক হাজার ৪৮ জন ও সহকারী শিক্ষকের সংখ্যা ৬ হাজার ৭৮৯ জন। এর বাইরে শুন্য পদগুলো পূরণ হলে ওই এলাকায় শিক্ষার দ্রুত প্রসার ঘটবে।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম