Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এল সালভাদরের বাজারে বিটকয়েন

আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৩২

বিশ্বের প্রথম দেশ হিসেবে মধ্য আমেরিকার এল সালভাদরের বাজারে লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েনকে বৈধতা দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে বিটকয়েনের সম্ভাবনা এবং সংকট নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই দেশটি এমন সিদ্ধান্তের কথা জানাল।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে এল সালভাদরে যে কোন বিনিময়ে বিটকয়েন ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বিবিসি।

তবে, বিটকয়েনের বৈধতা দেওয়া নিয়ে এল সালভাদরে বিক্ষোভ চলমান রয়েছে। রাজধানী সান সালভাদরে এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাচ্ছেন।

এদিকে, দেশটির সরকার নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়ালেটে প্রত্যেক নাগরিককে ৩০ মার্কিন ডলার সম মূল্যের বিটকয়েন কেনারও সুযোগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এল সালভাদর সরকার দেশজুড়ে ২০০ মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মেশিনের মাধ্যমে বিটকয়েনকে ডলার এবং ডলারকে বিটকয়েনে রূপান্তরিত করা সম্ভব হবে।

সারাবাংলা/একেএম

এল সালভাদর বিটকয়েন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর