Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুরুঙ্গামারীতে মাদরাসার জমি বিক্রির অভিযোগ সুপারের বিরুদ্ধে

জাহিদুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৬

কুড়িগ্রাম: ভুরুঙ্গামারী উপজেলার মইদাম দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মকবুল হোসেন ওই মাদরাসার ২৯ শতক জমি নিজের নামে দেখিয়ে তা ৫ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্ট্যান্ডিং শিক্ষা কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন মণ্ডল ওই সুপারের বিরুদ্ধে জমি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার নির্দেশে তদন্ত হলেও এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে, এছাড়াও ওই মাদরাসার সুপার জামায়াতে ইসলামের রোকন ও পাথরডুবি ইউনিয়ন কমিটির আমিরের দায়িত্ব পালন করছেন। তিনি জঙ্গি ও নাশকতা মামলায় জেল খেটে জামিনে রয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মাদরাসা সুপার মাওলানা মো. মকবুল হোসেন বলেন, মাদরাসার উন্নয়নের জন্য কমিটির সিদ্ধান্তে ওই জমি বিক্রি করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগ অস্বীকার করেন তিনি।

অভিযোগকারী মো. জালাল উদ্দিন মণ্ডল বলেন, তিনি ওই জমি নিজ নামে দেখিয়ে বিক্রি করেছেন। এছাড়াও মাদরাসা তহবিলের টাকা আত্মসাৎ সহ নানা অনিয়ম করে চলেছেন। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান জানান, তদন্ত শেষ হয়েছে। করোনার কারণে প্রতিবেদন দিতে দেরি হচ্ছে। তবে খুব শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর