করোনার ১৯ মাসে চাকরি ছেড়েছেন ৩ হাজার ৩১৩ জন ব্যাংকার
৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:০২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৪
ঢাকা: করোনাভাইরাস মহামারির ১৯ মাস ছয়টি বেসরকারি ব্যাংক থেকে ৩ হাজার ৩১৩ জন ব্যাংকার চাকরি ছেড়েছেন। এর মধ্যে ছাঁটাই করা হয়েছে ১২ জনকে, অপসারণ করা হয়েছে ২০১ জনকে এবং বরখাস্ত করা হয়েছে ৩০ জনকে। বাকিরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
দেশের ছয়টি বেসরকারি ব্যাংকের ওপর পরিচালিত বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত ১৯ মাস ৯ দিনে ছয়টি ব্যাংক থেকে এসব ব্যাংকার চাকরি ছেড়েছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চাকরি হারানো ৩ হাজার ৩১৩ জনের মধ্যে ১২ জনকে ছাঁটাই করা হয়েছে, ২০১ জনকে অপসারণ ও ৩০ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বাকি ৩ হাজার ৭০ জন। অন্যদিকে এই ৩ হাজার ৩১৩ জনের মধ্যে ২ হাজার ৩০৯ জন দুইটি বেসরকারি ব্যাংকের। বাকি ১ হাজার ৪ জন অন্য চারটি ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে অন্যান্য পেশার মতো ধাক্কা লাগে ব্যাংক খাতেও। এর ফলে ব্যাংকাররাও চাকরি ছেড়েছেন কিংবা ছাড়তে বাধ্য হয়েছেন। এই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চাকরি ছাড়ার জন্য কর্মকর্তারা পদত্যাগ করলেও তাদের অনেককেই চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। অনেককেই কারণ দর্শানো নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি বরখাস্ত করা হয়েছে।
এদিকে, চাকরি ছাড়ার এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছে তা খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংকারদের সুরক্ষা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। বিশেষ করে ব্যাংক কর্মকর্তাদের যেন স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য করা না হয়, সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।
সারাবাংলা/জিএস/টিআর