আরব আমিরাতের ভিসা পদ্ধতিতে আসছে পরিবর্তন
৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৫ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৪
ঢাকা: উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত তাদের ভিসা পদ্ধতিতে বেশকিছু পরিবর্তন আনছে। দেশটি আগামী ৫০ বছরের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, তার অংশ হিসেবেই শ্রমবাজারে এই পরিবর্তন আনা হচ্ছে। আরব আমিরাতের শ্রমবাজার সংক্রান্ত ওয়েবসাইট এবং গণমাধ্যামে প্রচারিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
দেশটি বলছে, তাদের অধিবাসীদের জন্য স্থিতিশীলতা ও নিরাপদ দেশ গড়তে তারা ওয়ার্ক ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যপক পরিবর্তন আনবে।
আমিরাতের কর্তৃপক্ষ বলছে, নতুন পরিবর্তনে দেশটির মনোভাব কিছুটা উদার হবে। মানবিক কারণেও তারা কিছু নিয়ম পরিবর্তন করছে। সবচেয়ে বড় উদাহারণ হিসেবে তারা চাকরি হারানো শ্রমিকদের ৯০ থেকে ১৮০ দিন থাকতে দেওয়ার বিধান করছে। এখন পর্যন্ত বিদ্যমান আইন অনুযায়ী কাজ হারানো শ্রমিকদের সেখানে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নতুন ওয়ার্ক পারমিট নিতে হয়, তা না হলে দেশ ত্যাগ করতে হয়।
দেশটির ভিসা পদ্ধতিতে যেসব পরিবর্তন আনা হচ্ছে সেগুলো হলো-
- বাণিজ্যিক ভ্রমণের অনুমতি তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাসে উন্নীত।
- পরিবারের সদস্যদের অধীনে পিতামাতাকে সরাসরি স্পনসর।
- মানবিক ক্ষেত্রে রেসিডেন্স এক বছর বৃদ্ধি।
- পিতামাতার বসবাসের ক্ষেত্রে সন্তানদের স্পনসরে বয়স ১৮ বছর থেকে ২৫ বছরে উন্নীত।
- চাকরি থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত হলে গ্রেস পিরিয়ড ৯০ থেকে সর্বোচ্চ ১৮০ দিনে উন্নীত।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ বছরের মহাপরিকল্পনার অংশ হিসেবে এসব আইনগত পরিবর্তন আনা হচ্ছে।
সারাবাংলা/টিএস/পিটিএম